বামনগোলা

কংগ্রেসের তরফে বামনগোলা থানা ঘেরাও

 

রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি, লাগাতার নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের প্রতিবাদে বামনগোলা থানা ঘেরাও কর্মসূচি পালন করল ব্লক কংগ্রেস নেতৃত্ব।

    পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আহবানে শনিবার রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। সেই মতো এদিন বামনগোলা থানার, বামনগোলা বাস স্ট্যান্ড থেকে কংগ্রেসের কর্মী সমর্থকরা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে, র‍্যালি করে বামনগোলা থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে। কংগ্রেসের সদস্য জয়ন্ত সরকার বলেন, আরজিকর সহ বিভিন্ন হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে নারী নির্যাতন সহ ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে চলেছে তারই প্রতিবাদে রাজ্য জুড়ে থানা কেরা কর্মসূচি চলছে। এছাড়াও বামনগোলা ব্লকের পাকুয়াহাট ডিগ্রী কলেজে প্রিন্সিপাল নিয়োগ নিয়ে দুর্নীতি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। তারই প্রতিবাদে এদিন বামনগোলা আইসির হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়।